আলোকিত সমাজ বিনির্মাণে ছানা উল্লাহ’র ভূমিকা অনন্য

10

 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ এমপি বলেছেন, মানুষকে আল্লাহ ও রাসূলের নির্দেশিত পথে পরিচালিত করার জন্য হযরত শাহসুফি সৈয়দ ছানা উল্লাহ শাহ সুদীর্ঘকাল পর্যন্ত পরিশ্রম করে গেছেন এবং আলোকিত সমাজ বিনির্মাণে তাঁর অবদান অপরিসীম। সর্বোপরি ইসলামের ভুল ব্যাখ্যাকারীদের স্বরূপ উন্মোচনে হযরত শাহসুফি ছানা উল্লাহ শাহ’র ভূমিকা রয়েছে। তাঁকে এই জনপদের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবেন। গত ৭ ডিসেম্বর চান্দগাঁও দক্ষিণ মোহরা পল্টনিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে হযরত শাহ সুফি সৈয়দ ছানা উল্লাহ শাহ (র.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ঈদ-এ-মিলাদুন্নবী (স.) ও জিক্বরে গাউছুল আজম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তারই আলোকে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় শিক্ষার উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সারাদেশে প্রতিটি উপজেলায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০২টি মসজিদ নির্মাণ করে দেওয়া হচ্ছে। এই মডেল মসজিদগুলোতে নারীদের পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, হাজীদের থাকার ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মেহমানদের আবাসন ও বিদেশি পর্যটকদের পরিদর্শন এবং মৃতদেহ গোসলের ব্যবস্থাসহ নানা সুযোগ সুবিধা রয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের বড় অর্জন। এসময় আরো বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মোহরা ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ কাজী নুরুল আমিন মামুন, পীরজাদা সৈয়দ এমাদুল হক চিশতী, পীরজাদা সৈয়দ মাওলানা এহছানুল হক চিশতী, পীরজাদা সৈয়দ মাওলানা বদুল হক চিশতী, মাওলানা জমির উদ্দিন নেছারী, মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাছান বারী, পীরজাদা সৈয়দ আসাদুল হক রিয়াদ আল হাফেজ নগরী, মুহাম্মদ আলী হোসেন আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি