আ’লীগ নেতা রফিকুল আলম ও শরিফুল ইসলাম স্মরণসভা

8

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, মা, মাটি মানুষের সাথে সুসম্পর্কিত দল আওয়ামী লীগ, অগুনিত নেতা কর্মীদের অপরিসীম ত্যাগের উপর প্রতিষ্ঠিত। দলের কঠিন সময়গুলোতে প্রতিবাদ প্রতিরোধে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাই বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তাঁদের অবদানকে স্মরণ না করলে তাদের আত্মা কষ্ট পাবে, ইতিহাস আমাদের ক্ষমা করবেনা ও সৎ সাহসী নেতৃত্ব উঠে আসার পথ সুগম হবে না। কঠিন সময়ে অর্থ, সময় ও সাহস নিয়ে এগিয়ে আসার নেতার অভাব ছিল। সেই অভাব রফিকুল ইসলামরা পূরণ করে দল ও দেশের জন্য নিজকে উৎস্বর্গ করেছিলেন বলে তাঁদের শ্রদ্ধার আসনে বসাতে হবে। তাদেঁর মর্যাদা সমুন্নত রাখতে দলের অনুসারী ও পরিবার স্বজনদের সচেতন থাকতে হবে। তিনি ২৭ ফেব্রূয়ারি সন্ধ্যায় মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মরহুম রফিকুল আলম ও সদস্য শরিফুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মো: নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক কমিশনার আবু তাহের, সদস্য বেলাল হোসেন, চান্দগাঁও থানা আওয়ামী লীগ আহবায়ক নুর মোহাম্মদ নুরু, সহ-সভাপতি মোজাহেরুল হক চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, সরোয়ার বাবুল, রফিক এলাহী, রুবায়েত হোসেন, মেজবাহ উদ্দিন লিটু, আবুল কালাম, মো: জসিম উদ্দিন, সৈয়দ মুজিবুল হক, মো: হাবিবুর রহমান, এড: মো: আইয়ুব, ইমতিয়াজ চৌধুরী, রিদুয়ান আল হারুন, সাজ্জাদ হোসাইন, খালৈদ হোসেন প্রমুখ।