আলীকদমে সামাজিক বনায়নে উপকার ভোগীদের চেক বিতরণ

46

বান্দরবানের আলীকদমে সামাজিক বনায়নের ৪৫ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়ে। গত সোমবার আলীকদম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত এসব চেক বিতরণ করেন। এতে প্রতিজন উপকারভোগী ১৮ হাজার দুই শত টাকা হারে চেক প্রাপ্ত হন। জানা যায়, বিগত ২০০২-০৩ অর্থ বছরে সরকার স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে এসব সামাজিক বনায়ন সৃজন করে। তৎসময়ে লামা বন বিভাগের আওতাধীন মাতামুহুরী রেঞ্জের তত্ত্বাবধানে মোট পাঁচটি ব্লাকের প্রতিটি ব্লকে ৫০টি পরিবার করে মোট ২৫০ পরিবারকে সম্পৃক্ত করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, তৈন রেঞ্জ কর্মকর্ত শামসুল হুদা, মাতামুহুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী, মাতামুহুরী রিজাভের ভিলেজার লিডার উক্যজাই মার্মা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশের মোট ভ‚মির কমপক্ষে ২৫ শতাংশ বনভ‚মি প্রয়োজন। সেখানে আমাদের দেশের বনভ‚মি যখন ৮ শতাংশে নেমে আসেছ। তখনি বনভ‚মিকে সমৃদ্ধশালী করা জলবায়ূ পরিবর্তনের অংশ হিসেবে জনগণকে উদ্বুদ্ধ করে এসব সামাজিক বনায়ন সৃজন করা হয়েছে। এতে সরকার ও জনগণ উভয়েই লাভবান হচ্ছে এবং বাসযোগ্য পৃথিবী গড়ে উঠছে।