আলীকদমে বিশুদ্ধ পানির সংকট নিরসনে সেনাজোনের উদ্যোগ

16

পার্বত্যজেলা বান্দরবানের আলীকদমে বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনাজোন। গত ২৮ এপ্রিল সকাল থেকে আলীকদম সেনাজোনের (২৩ বীর) উদ্যোগে উপজেলার সবুরঘোনা, দানুসর্দার পাড়া, উত্তর পালং পাড়া ও পূর্ব পালং পাড়া এলাকায় তীব্র পানির কষ্টে থাকা জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করা হয়। এসময় সেনাজোনের পক্ষ থেকে জানানো হয়, শুষ্ক মৌসুমে আলীকদমের ঝিরি, ঝর্ণা ও নদীর পানি শুকিয়ে যাওয়ায় পুরো আলীকদমে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। এসময় অনেকে দূষিত পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। পানীয় জলের সংকট কবলিত এসব এলাকায় প্রতিদিন সেনাজোনের পক্ষ থেকে পানি সরবরাহ করা হবে। স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে নিজেদের প্রয়োজন মোতাবেক পানি সংগ্রহ করবে। পানি সংকট শেষ না হওয়া পর্যন্ত সেনাজোনের পক্ষ থেকে জনসাধারনের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা অব্যহত থাকবে বলে জানানো হয়। এদিকে সেনাজোনের এমন মানবিক উদ্যোগে স্থানীয় জনসাধারণ খুশি হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।