আলীকদমে জুমঘর থেকে ৩টি গ্রেনেড অস্ত্র-গুলি উদ্ধার

33

বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম সেনা জোন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটায় আলীকদম সেনা জোনের জোন কামন্ডার লে. কর্নেল সাইফ শামীম, পিএসসি আলীকদম জোন নিয়ন্ত্রণাধীন কানামাঝি আর্মি ক্যাম্প হতে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাঘের ঝিরি এলাকায় অভিযান পরিচালনা করে এ সমস্ত গোলা বারুদ উদ্ধার করে।
এসময় একটি পাহাড়ি জুমঘর থেকে পরিত্যক্ত বস্তার মধ্যে কম্বল প্যাঁচানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে জুম ঘরের মাটি খনন করে তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়। পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পাহাড়ি ঢাল বেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।
এ সংক্রান্ত আলীকদম সেনাজোনের এক প্রেস রিলিজে বলা হয়, কিছু কিছু আঞ্চলিক রাজনৈতিক দল এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এবং তাদের আধিপত্য বিস্তার করতে তাদের সশস্ত্র কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।