আলীকদমে ক্ষতিকর তামাকের পরিবর্তে ব্যাপক হারে সবজি চাষ

107

বান্দরবান জেলার আলীকদম উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীর চরে এবার ব্যাপক হারে সবজির চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অতীতের যে কোনো সময়ের চেয়ে এ বছর ভালো ফলন হওয়ায় চাষীদের মুখে ফুটে উঠেছে অনাবিল হাসি। শুষ্ক মৌসুমে গত কয়েক বছর আগেও নদীতে জেগে ওঠা চর এবং নদী তীরবর্তী এলাকায় ব্যাপকহারে তামাকের আবাদ হতো, কিন্তু গত কয়েক বছর ধরে সবজির দাম ভালো পাওয়ায় এবং ফলন বেশি হওয়ায় নদী তীরের চাষীরা মাতামুহুরীর চরে সবজি চাষ করতে শুরু করে। বিগত কয়েক বছরের চেয়ে এ বছর সবজি চাষে বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে সবজির ন্যায্যমূল্য পাওয়ায় চাষীরা খুবই আনন্দিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বছর আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মাতামুহুরীর ব্রিজ পয়েন্টের বাম পাশ থেকে শুরু করে রোয়াম্ভুর টার্নিং পয়েন্ট ও ডান পাশ থেকে শুরু করে বাবুপাড়া পয়েন্ট ছাড়িয়ে পাহাড়ের দুপাশ ঘেঁষে নদীর তীরে জেগে উঠা চর গুলোতে আলু বেগুন, মরিচ, ফুলকপি বাধাকপি, টমেটোসহ বিভিন্ন রকমের সবজির আবাদ করা হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কোনো রোগ বালাই না থাকায় হরেক রকমের সবজির আশাতীত ফলন হয়েছে এবং সবজির ফলন ভালো হওয়ায় ভালো দামে সবজি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন চাষীরা। নদীর তীরবর্তি খুইল্যামিয়া এলাকার কৃষক ফরিদ আহাম্মদ বলেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় সবজির ভালো ফলন হয়েছে। তাই অন্যান্য বছরের থেকে এবছর ফলন বেশি হওয়ায় সবজি চাষ করে আমিসহ আমার পাশবর্তী কৃষকরা লাভবান হয়েছি। ফলন ভালো হওয়ায় আশানূরুপ টাকাও পাচ্ছি। প্রায় ১৫দিন অন্তর অন্তর প্রতি কানি জমি থেকে ২০ মন কাঁচামরিচ ও ২৫ মন করে বেগুন তুলছি। মরিচ-বেগুনের পাশাপাশি অন্যান্য সবজিরও ভালো ফলন হয়েছে। আমরা পাইকারী ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বাজারের খুচরা ব্যবসায়ীদেরও সবজি বিক্রি করে থাকি। বর্তমানে আলীকদম থেকে প্রতিদিন গড়ে ৮-১০ টি ট্রাক আমাদের উৎপাদিত সবজি বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্যে মার্মা জানান, আগে প্রচুর তামাক চাষ হতো মাতামুহুরীর চরে কিন্তু কয়েক বছর ধরে আলু, বেগুন, মরিচসহ বিভিন্ন রকমের শীতকালীন সবজি চাষ হচ্ছে। ক্ষতিকর তামাক চাষ বর্জন করে এ এলাকার কৃষকরা সবজি চাষে উদ্যোগী হওয়ায় বাজারে সবজির স্বল্পতা নেই বললেই চলে। কৃষককরা সবজি বিক্রি করে ন্যায্যমূল্যও পাচ্ছে এবং এলাকায় সবজির চাহিদা মিটিয়ে দেশের প্রত্যান্ত অঞ্চলে পাঠিয়ে সবজির চহিদা পূরণ করছে।