আলীকদমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

12

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১২ পরে অনুষ্ঠিত এ সম্মেলনে উইলিয়াম মার্মাকে সভাপতি ও জমির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়েছে। এ সম্মেলন ঘিরে বেশ কিছুদিন ধরে আলীকদমের আওয়ামী পরিবারের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল।বিদায়ী সভাপতি শুভ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী। এতে উদ্বোধক ছিলেন বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী। এতে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সিংথোয়াই অং মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান টিপু ও সমর রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো-সহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আলীকদম উপজেলায় দীর্ঘ ১২ বছর আগে শুভ রঞ্জন বড়ুয়াকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছিল। ২০২০ সালে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মারা যাওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় মিজান সর্দারকে। তাকে বিতর্কিত কর্মকান্ডের জন্য সংগঠন থেকে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে শুভরঞ্জন বড়ুয়া একাই সংগঠনের দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে উইলিয়াম মার্মাকে সভাপতি ও জমির উদ্দিন সাধারণ সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। জানতে চাইলে সাধারণ সম্পাদক জমির উদ্দিন বলেন, অচিরেই নব গঠিত কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।