আলহাজ্ব এস এম ইউছুপ মহিউদ্দিন ইমন

34

মানুষ মানুষের জন্য, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের মানুষের জন্য কিছু করা দরকার। তেমনি মানব কল্যাণে নিবেদিত প্রান একজন মানুষ ছিলেন আলহাজ্ব এস এম ইউছুপ। রাউজান উপজেলার উত্তর উরকিরচরে ১৯৬১ সালের ২১ জানুয়ারি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুল আজিজ, মাতার নাম মরহুমা ওমদা খাতুন। অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তিল তিল করে অসাধারন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ছোটকালে আর্থিক অভাব অনটনের মধ্যে বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন তাঁকে এতটুকু পথ আসতে সহায়ক ভূমিকা রেখেছেন। এস এম ইউছুপ সমগ্র চট্টগ্রামে একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি ঐতিহ্যবাহী সংগঠন উরকিরচর জনতা সংঘের দ্বিতল ভবন দাতা, উরকিরচর উচ্চ বিদ্যালয়ে এস এম ইউসুফ মিলনায়তন নির্মাণ করেছেন। বর্তমানে উরকিরচর গাউছিয়া মাদ্রাসা নির্মাণাধীন পাঁচতলা বিশিষ্ট এস এম ইউসুফ ভবনের কাজ চলছে। প্রতিষ্ঠা করেছেন উরকিরচর মাদ্রাসাতুল মদিনা ও এবাদতখানা। পটিয়ায় মাদ্রাসা ভবন নির্মাণ, রাঙ্গুনিয়ায় দ্বিত্বল বিশিষ্ট এস এম ইউছুপ জামে মসজিদ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে জামে মসজিদ, উত্তর উরকিরচর জামে মসজিদ, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নির্মান, রাউজান উপজেলা সদর মসজিদে, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয়ে কলেজে দরিদ্র ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ, মদুনাঘাট জামে মসজিদে গভীর নলকূপ সহ শৌচাগার নির্মাণ, হযরত লাল মিয়া শাহ মাজারে শৌচাগার নির্মাণ, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট মাতৃসদন নার্সদের আবাসিক হল নির্মাণ সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান ভরাট, নলক‚প স্থাপন, উরকিরচর সড়ক নির্মাণ ও বিভিন্ন সড়ক সংস্কার সহ করার জন্য লক্ষ লক্ষ টাকা প্রদান করেছেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে ও সামাজিক সংগঠনে আর্থিক অনুদান প্রদান, অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান, গরীব মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা, শিক্ষা বৃত্তি, শিক্ষা সামগ্রী প্রদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দরিদ্র পরিবারে আবাস ঘর নির্মাণ, ঢেউটিন বিতরণ সহ নানাবিদ সহযোগিতা প্রদান করেন। প্রতিবছর রমজানের সময় ইফতার সামগ্রী বিতরণ, বিভিন্ন এতিমখানায় ঈদের সময় পোশাক বিতরণ করেন।
তিনি উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি, উরকিরচর উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য, উরকিরচর মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা ও সভাপতি, উরকিরচর হাজী গোলাম কুদ্দুস কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি, রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও স্বেচ্ছাসেবী সংস্থা আবদুল আজিজ ইউছুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃর্ক সিআইপি নির্বাচিত হয়। ব্যক্তি জীবনে অত্যন্ত সহজ সরল সাবলীল এস এম ইউসুফ ঢাকা ইউনাইটেড হাসপাতালে দুরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে গত ২১ মে শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ রাজেউন)। ঐদিন হেলিকপ্টার যোগে মরহুমের লাশ চট্টগ্রাম প্যারেড ময়দানে এনে ওখানেই প্রথম জানাজা ও উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সমাজ কর্মে অসামান্য অবদান রাখায় ভালবাসায় সিক্ত হয়ে হাজার হাজার মানুষ মরহুম এস এম ইউছুপ কে শেষ বিদায় জানান। তিনি মানুষের জন্য মানবতার জন্য কাজ করেছেন। ছুটে এসেছেন বিপদে-আপদে, সমস্যা-সংকটে। অসহায় এবং বঞ্চিত মানুষের উপকারে নিজেকে আত্মনিবেদন করেছেন। মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এস এম ইউছুপ আর ফিরে আসবেন না আমাদের মাঝে কিন্তু তাঁর কর্মের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন।