আলকরণ কমিউনিটি পুলিশিংয়ের সভা

23

 

নগরীর ৩১নং আলকরণ কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ১৫নং আলকরণ বিট পুলিশের সহযোগিতায় মাদক, কিশোর গ্যাং ও নারী নির্যাতন রোধে মতবিনিময় ও সম্প্রীতি সভা ২৬ নভেম্বর সন্ধ্যায় আলকরণ দোভাষী কলোনীর মাঠে অনুষ্ঠিত হয়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চসিক ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম।
আলকরণ বিট পুলিশের সাধারণ সম্পাদক ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক মাহবুবুল হক সুমন, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ, চট্টগ্রাম মহানগর জাসদ সভাপতি হাজী আবু বক্কর, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান স্বপন, রুহুল আমিন তপন, দীপক কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা পরিমল ধর মনা, বীর মুক্তিযোদ্ধা মানস রায়, বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, স্বপন কুমার ভট্টাচার্য্য, ফজলুল হক, তপন রায়, শেঠপাড়া মহল্লা কমিটির সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মীর মো. লোকমান, সদরঘাট থানার সেকেন্ড অফিসার মো. আকতার, ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু, সাবেক ছাত্রনেতা মাইনুল হক লিমন, শওকত ওসমান মুন্না, নাসির উদ্দিন, কামরুল হক, জাহেদুল ইসলাম, লিটন মহাজন, মীর কায়সার চৌধুরী রনি, নাসির উদ্দিন, রফিকুল মান্নান জুয়েল, পম্পি দাশ, ইয়াসির আরাফাত, রিমন চক্রবর্তী, আব্দুল বাতেন মারুফ, শাহনেওয়াজ রাজীব, আব্দুল আল মামুন, শেইন ব্যাপ্টিস্ট, বাপ্পী দেব বর্মণ, আশীষ কুমার দাশ, ইফতেখার রূপু, মোরশেদুর রহমান, আমীর সরওয়ার চৌধুরী রাহাত, আব্দুল হাবীব বাপ্পী, আবির মজুমদার আকাশ, জয়জিত চৌধুরী, দীপেন দাশ রোমেন, জয় দাশ, অনিক চৌধুরী, পিয়াল, আশিক ইবনুল, সৈয়দ মো. সাজিদ, হৃদয় দে, গৌরব সেন, আকাশ দাশ, সনত ধর, মুন্না চক্রবর্তী, জীবন দে, অর্ণব দত্ত প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে রুহুল আমিন তপনকে সভাপতি ও ডা. সজীব তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১নং আলকরণ কমিউনিটি পুলিশিং গঠন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আবদুস সালাম মাসুম বলেন, আলকরণ ওয়ার্ডে মাদক কিশোর গ্যাং ও নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বিজ্ঞপ্তি