আর্মেনিয়ায় সরকারি ভবনে ঢুকে পড়লো বিক্ষোভকারীরা

12

আর্মেনিয়ার রাজধানীতে একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। গত বছর নাগোরনো-কারাবাখে আজারবাইজানের কাছে আর্মেনিয়ার পরাজয়ের পর থেকেই প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। সম্প্রতি এই বিক্ষোভ জোরদার হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা জোর করে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে। তাদের দাবি, পাশিনিয়ানকে পদত্যাগ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মেগাফোন হাতে কয়েকজন বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়ছে। পুলিশ তখন দাঁড়িয়ে ছিল, কিছুই করেনি। বৃহস্পতিবার সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতির পর সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। রাজপথের বিক্ষোভকে পাশিনিয়ান অভ্যুত্থানের চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির সেনাবাহিনীও তার পদত্যাগের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য পাশিনিয়ান সরকারকে দায়ী করে।
এ সময় তারা রাজপথ আটকে ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’; ‘নিকোল তুমি সরে যাও’ প্রভৃতি স্লোগান দেয়। বিরোধীদের বিক্ষোভের পর অবশ্য নিকোল পাশিনিয়ানের শত শত সমর্থকও রাজপথে নেমে তার প্রতি নিজেদের সমর্থন জানান। ইয়েরেভান থেকে আল জাজিরার গেগহ্যাম ভার্দানিয়ান জানান, এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে, উদ্বেগ-উত্তেজনা থাকলেও এখনই পদত্যাগের কোনও পরিকল্পনা নেই পাশিনিয়ানের।