আর্থ-সামাজিক উন্নয়নে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ একসাথে কাজ করবে

11

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর হোটেল আগ্রাবাদের ক্রিস্টাল বলরুমে বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতH.E. Mr. Heru Hartanto Subolo Ges Sinta Ekawati –সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। ইন্দেনেশিয়ান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তিনি উভয় দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন ইন্দোনেশিয়ান এক্সপো পরিদর্শনে নারী উদ্যোক্তাদের আহবান জানান। অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ইন্দোনেশিয়া একটি উন্নয়শীল দেশ এবং সেই তুলনায় বাংলাদেশও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। আশা করি দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আমরা একসাথে কাজ করবো। বক্তব্য রাখেন চিটাগাং স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর এমদাদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট এ্যাপারেলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু তৈয়ব, ইষ্টার্ণ ফ্রেইট লিমিটেডের চেয়ারম্যান রফিকুর রহমান এবং অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম. এ. মালেক, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নাদের খান এবং নাদের খান, উইম্যান ব্যাংক সোসাইটি লিমিটেডের চেয়ারপার্সন কামরুন মালেক, খালেদা এ আউয়াল, মো. সোলাইমান আলম শেঠ, মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম, প্রফেসর ডা. মো. আসরাফ আলী বিশ্বাস, এ. জে. এম. গিয়াস উদ্দিন, শেখর দাশ, অঙ্গনা গুহ রায় চৌধুরী। ইন্দোনেশিয়ান এ্যাম্বাসির মিনিষ্টার কাউন্সিলর Mr. Raden Usman Effendi, থার্ড সেক্রেটারী Ms. Fitri Nuril Islamy, প্রোটোকল এবং কনস্যুলার এ্যাফেয়ার Ms. Indah Pratikasari,, ইকোনোকিম এ্যাফেয়ার Mr. Rudi Saad. অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মিতা চৌধুরী।