আর্কের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

8

বিশ্বব্যাপী অগ্রাধিকার ভিত্তিতে সবার জন্য মানসিক স্বাস্থ্য (MAKE MENTAL HEALTH FOR ALL GLOBAL PRIORITY)- এই প্রতিপাদ্য নিয়ে গত ১০ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসকে ঘিরে বেসরকারী মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আর্ক খুলশীস্থ নিজস্ব ভবনে এক আলোচনা সভা ও লাফটার থেরাপি সেশনের আয়োজন করা হয়। আর্ক এর সাইকোলজিস্ট সুরাইয়া মুকিতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শাহীনুর রাহমান। আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ইয়োগা প্রশিক্ষক সুজন সেন গুপ্ত, প্রতিষ্ঠানের চিকিৎসক ডা. মুহাম্মদ শোয়েব, মেডি হেল্থ ডায়াগনস্টিক সেন্টারের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তানজিলা তাসনিম, ডেভেলপমেন্ট কোর্ডিনেটর রকীবুল আজম, সেন্টার ইনচার্জ জাকির হোসেন ও প্রোগ্রাম কোর্ডিনেটর দিদারুল আলম। মানসিক স্বাস্থ্যের সঠিক পরিচর্যার মাধ্যমে যে কোনো ধরনের আসক্তি প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব বলে আলোচকবৃন্দ মতামত ব্যক্ত করেন।
সভা শেষে মানসিক স্বাস্থ্যের জন্য অতি ফলপ্রসূ ও উপভোগ্য লাফটার থেরাপি সেশনটি পরিচালনা করেন ড. শাহীনুর।