আরেক আইনজীবী কারাগারে

14

নিজস্ব প্রতিবেদক

বিয়ের প্রলোভনে শিক্ষানবিশ নারী আইনজীবীকে ধর্ষণের ঘটনায় আরেক আইনজীবী পল্টন দাশকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার (৫ মার্চ) চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলা তদন্ত শেষে গত ২০ ফেব্রুয়ারি কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিট প্রদান করেছেন। এতে পল্টন দাশকে অভিযুক্ত করে সাতজনকে সাক্ষী করা হয়েছে। রোববার চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
বাদিপক্ষের আইনজীবী শাহিন সুলতানা হীরা জানান, বিয়ের প্রলোভনে শিক্ষানবিশ নারী আইনজীবীকে ধর্ষণের ঘটনায় আদালতে চার্জশিট বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এতে আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। কিন্তু আদালত তা নামঞ্জুর করে পল্টন দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করেছেন।
শুনানিতে সহায়তা করেছেন, ব্লাস্ট চট্টগ্রামের কো-অর্ডিনেটর রেজাউল করিম চৌধুরী রেজা, আইনজীবী মানিক দত্ত, অর্পিতা দত্ত ও নিতাই ঘোষ।
এইদিন সকালে আইনজীবীর পোশাক পরে পল্টন দাশ আদালতে হাজির হন। এরপর শুনানি শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।