আরেকটি ১৫ আগস্টের হুমকিদাতারা একাত্তরের প্রেতাত্মা : আ জ ম নাছির

12

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার ও রায় কার্যকর হলেও এর সাথে মূল পরিকল্পক ও ষড়যন্ত্রকারীরা এখনো অধরা রয়ে গেছে। তারা আরেকটি ১৫ আগস্ট ট্রাজেডি ঘটানোর পূর্বাভাষ দিয়ে জানান দিতে চায় যে, যেকোনো মুহুর্তে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়া হবে। তাই আমাদের ওদেরকে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শোকাবহ এই আগস্ট মাসে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের অস্তিত্বের ভিত্তিকে আরো বেশি সুদৃঢ় ও নিরাপদ রাখতে হবে। এই শোকের মাসেই যেকোন সংকট উত্তরণের শক্তি সঞ্চয় করে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এই বাংলাদেশকে একটি নিরাপদ বাসযোগ্য আবাসভূমিতে পরিণত করতে হবে। তিনি আরো বলেন, আরেকটি ১৫ আগস্টের পুনরাবৃত্তির হুমকিদাতারা ৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মা। এদের নির্মূল করাটাই জাতীয় শোক দিবস পালনের একমাত্র প্রত্যয়। শনিবার বাদ যোহর লাল দিঘীর পাড় সিটি কর্পোরেশন জামে মসজিদে কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টামন্ডলীর সদস্য সফর আলী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া, সহ সভাপতি মশিউর রহমান রোকন, এড. মো. মহিব উল্লাহ, মো. নাছির উদ্দীন, মোনায়েম খান, আবু বক্কর বক্কু, খোকন নাথ, মো. লিয়াকত আলী, মাস্টার জসিম উদ্দীন, আবসার উদ্দীন চৌধুরী, আবুল হাসেম বাবুল, সলিমউল্লাহ বাচ্চু, ফজলে আজিজ বাবুল, মো. কায়সার, মো. ইকবাল হাসান, মো. ইউনুছ, মো. সাজ্জাদ, হোসেন মো. রাশেদ, সমীরন চক্রবর্তী, দীপক ভট্টাচার্য, কানন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি