আরব লিগের সম্মেলনে আমন্ত্রণ পেতে পারে সিরিয়া

44

সদস্যপদ স্থগিত থাকার সাত বছর পর বৈরুতে অনুষ্ঠিতব্য আরব লিগের বৈঠকে আমন্ত্রণ পেতে যাচ্ছে সিরিয়া। এরইমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে আলোচনা করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল। সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে বৃহস্পতিবার লেবাননের আল আকবর সংবাদপত্র জানিয়েছে, আসাদের অংশগ্রহণ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সৌদি আরবের সম্মতির অপেক্ষা করা হচ্ছে। আরব বসন্তের উত্থান ও পরে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে ২০১১ সালে স্থগিত করা হয় সিরিয়ার আরব লিগের সদস্যপদ। তবে সম্প্রতি কয়েকটি আরব দেশ দামেস্কতে তাদের দূতাবাস পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করেছে। বৈরুতে আরব লিগের বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ পেলে সিরিয়ার সদস্যপদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেই ধারণা করা হচ্ছে। দৈনিক আল আকবর জানিয়েছে, মিসর ও আরব কর্মকর্তাদের সহায়তায় বেশ কয়েকটি দেশের সঙ্গে সিরিয়াকে আমন্ত্রণ জানানোর বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বসিল। বাংলাট্রিবিউন