আরব দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

42

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। শনিবার মরক্কো, কুয়েত, কাতার ও লেবানন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হালনাগাদ করেছে। তাতে এই পরিস্থিতি উঠে এসেছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৭ জন ও সুস্থ হয়েছেন ২৯৮ জন।
কুয়েতে মৃত্যু হয়েছে ছয় জনের। দেশটিতে সুস্থ হয়েছেন ২৮০ জন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৫১ জন। কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮ জনে। দেশটিতে মৃত্যু হয়েছে ৮ জনের। লেবাননে মোট আক্রান্তের সংখ্যা ৬৭২ জন।