আরব আমিরাতে আইপিএল সবচেয়ে খুশি আকসু!

28

করোনাভাইরাসের কারণে ছয় বছর পর আবারও আরব আমিরাতে বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের প্রথম ২০টি ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। আর এবার করোনার কারণে টুর্নামেন্টের পুরো ৬১টি ম্যাচই হবে আমিরাতে।
এমনটা হওয়ায় পরোক্ষভাবে খুশিই হয়েছেম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এন্টি করাপশন ইউনিটের প্রধান অজিত সিং। যেহেতু আরব আমিরাতে খেলা হবে তিনটি ভেন্যুতে, তাই এবার দুর্নীতি দমন কাজ সহজ হবে বলে মনে করছে এন্টি করাপশন ইউনিট। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত হবে আইপিএলের ১৩তম আসর। ৫১ দিনব্যাপী এ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে দুবাই, শারজাহ ও আবুধাবিতে।