আরও ৩ মৃত্যু শনাক্ত ২৮৪

11

দেশে গত একদিনে আরও ২৮৪ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। তাদের মধ্যে দুই জন ছিলেন চট্টগ্রাম বিভাগের, আর ১ জন ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৫৮ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৮ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৮২৩ জন। অর্থাৎ,জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনা ভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২১৫ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৫ শতাংশের বেশি। দেশের ৩৩ জেলায় এ সময় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারা দেশে মোট ১৯ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৯৭৯টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৪২ শতাংশ ছিল।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। তাদের ৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। তাদের ২ জন সরকারি হাসপাতালে, ১ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৫ কোটি ৮৩ লাখের বেশি রোগী।