আরও ৩ বছরের জেল সু চি’র

3

 

ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অং সান সু চি। বুধবার মিয়ানমারের সামারিক আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক। খবর বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৭ বছর বয়সী সু চির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ভোট জালিয়াতি, উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসসহ ১৮টি অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। ইতিমধ্যে কয়েকটি মামলায় তাকে দন্ড দেওয়া হয়েছে। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রায় ২০০ বছরের মতো কারাদন্ড হতে পারে তার। যদিও তার বিরুদ্ধে আনীত সবগুলো অভিযোগই অস্বীকার করেন আসছেন তিনি। সবশেষ অভিযোগে বলা হয়েছে সু চি একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন। রায় নিয়ে জান্তার এক মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে চাইলে ব্যাখ্যা দেননি তিনি। তবে মিয়ানমার আদালত স্বাধীন এবং আটকৃতদের স্বচ্ছ প্রক্রিয়া বিচার বলছে বলে জানিয়েছে সামরিক সরকার।