আরও দুই মরদেহ উদ্ধার

14

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকত থেকে আরও দু’টি মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করা হয়। এই নিয়ে মৃত সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, সোমবার সকালে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার সমুদ্র সৈকতে দুই পুরুষের লাশ ভেসে ওঠার খবর পেয়ে তা উদ্ধার করা হয়। লাশ দু’টি পচে গেছে। এর আগে ট্রলারডুবির ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১১ ফেব্রূয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওইদিন ১৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। আর ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্ট গার্ড। এই মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।