আরএসসিভুক্ত প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতা সমাধানে উদ্যোগ নেবে বিজিএমইএ

2

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক শিল্পের বিল্ডিং, ইলেক্ট্রিক্যাল ও ফায়ার সেইফটি নিশ্চিতকরণে চট্টগ্রামের আরএমজি সাসটেইনেবল কাউন্সিল (আরএসসি) এর তালিকাভূক্ত পোশাক শিল্প মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার বিজিএমইএ ভবনের মাহাবুব আলী হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আরএসসির পরিচালক ও বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী এবং আরএসসির পরিচালক ও বিজিএমইএর প্রাক্তন পরিচালক নাফিস-উদ-দ্দৌলা।
সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম আরএসসি টিমের কার্যক্রমের স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট কারখানা সমূহের সাথে যাতে কোন দূরুত্ব সৃষ্টি না হয় সে বিষয়ে কার্যক্রম সমন্বয়ের উপর তিনি গুরুত্বারোপ করেন। আরএসসি ভূক্ত যে সকল প্রতিষ্ঠান কমপ্লায়েন্স প্রতিপালনে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে তা দ্রæত সমাধানের লক্ষ্যে বিজিএমইএ জরুরী উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
সভায় আরো বক্তব্য রাখেন বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের আরএসসি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত পরিচালক ইনচার্জ মিরাজ-ই-মোস্তফা (কায়সার), বিজিএমইএর প্রাক্তন পরিচালক ও মদিনা গার্মেন্টস্্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসা, মারস স্পোর্টসওয়্যার লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন, সিজার এ্যাপারেলস্্ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আজম চৌধুরী। উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম. এহসানুল হক প্রমুখ।