আরএফ বিল্ডার্সের মালিক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

56

আর এফ বিল্ডার্স ও আর এফ প্রপার্টিজ লিমিটেডের মালিক হাজী মো. দেলোয়ার হোসেন (৬১) ও তার স্ত্রী ছেমন আরা বেগমের (৫২) বিরুদ্ধে ঢাকার রমনা মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক আইনে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে এসব মামলা দায়ের করেন বলে রমনা মডেল থানা সূত্রে জানা যায়।
পৃথক মামলায় আর এফ বিল্ডার্স ও আর এফ প্রপার্টিজ লিমিটেডের মালিক হাজী মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৫ কোটি ৩৪ লাখ ১ হাজার ১৩৮ হাজার টাকার দুর্নীতি এবং তার স্ত্রী আর এফ বিল্ডার্স ও আর এফ প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ছেমন আরা বেগমের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ২৪৬ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে (রমনা থানার মামলা নম্বর ৩৩ ও ৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। খবর বাংলানিউজের
আসামি হাজী মো. দেলোয়ার হোসেন আর এফ বিল্ডার্স ও আর এফ প্রপার্টিজ লিমিটেডের মালিক এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডেংগা এলাকার এয়াজর রহমানের ছেলে ও অপর আসামি ছেমন আরা বেগম দেলোয়ার হোসেনের স্ত্রী এবং আর এফ বিল্ডার্স ও আর এফ প্রপার্টিজ লিমিটেডের পরিচালক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে সম্পদের তথ্য বিবরণী প্রদান করেন দেলোয়ার হোসেন। তথ্য বিবরণীতে ১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৬৩৫ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদান দেন তিনি। কিন্তু দুদকের অনুসন্ধানে ৫ কোটি ৩৪ লাখ ১ হাজার ১৩৮ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। একই তারিখে ছেমন আরা বেগমের দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার টাকার সম্পদের তথ্য দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ২ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ২৪৬ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।
গত ১২ মে হাজী মো. দেলোয়ার হোসেন ও তার স্ত্রী ছেমন আরা বেগমের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক প্রধান কার্যালয়।