আম্পায়ার বাবলুর দাফন সম্পন্ন

24

চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনের অত্যন্ত জনপ্রিয় মুখ, আম্পায়ার নজরুল ইসলাম বাবলু (৪০) গত ৮ আগস্ট ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তিনি মা, ৪ ভাই ও ৪ বোন, স্ত্রী, ৭ বছর বয়সী একমাত্র পুত্র এবং অসংখ্য আত্মীয়-গুণগ্রাহী রেখে যান। সে দেশের আইন মোতাবেক ইন্দোনেশিয়া থেকে বাবলুর মরদেহ বাংলাদেশে আনতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে, লেগে যায় দীর্ঘ ২২ দিন। গত ৩০ আগস্ট তার লাশ বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ গ্রামের মুন্সিপাড়ায় আসলে এক হ্রদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার অকাল মৃত্যুতে শোকাহত হাজার হাজার গ্রামবাসীর আগমনে মুন্সিপাড়ায় জনজট সৃষ্টি হয়। অমায়িক ব্যবহার আর এলাকাবাসীর প্রতি দারুণ মানবিক বাবলুর বিশাল জানাজা শেষে ঐদিন রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।