আমি মুখ খুললে আপনাদের অসুবিধা হয়ে যাবে

41

ফটিকছড়ি প্রতিনিধি

চৌদ্দদলীয় জোটের শরীক বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমার মুখ খোলাবেন না। আমি মুখ খুললে আপনাদের অসুবিধা হয়ে যাবে। আমি আপনাদের (আওয়ামী লীগ) সঙ্গেই আছি। আমাকে সাইজ করার চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন।’ গত সোমবার রাতে ফটিকছড়িতে শাহসুফী সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘আমি ১৪ দলীয় জোটে আছি এবং থাকবো। ওরা এখনও নজিবুল বশর কি তা চিনে নাই। আমার জন্য অনেকে কথা বলবে। বিএনপিকে ঘরে ঢুকানো সম্ভব, কিন্তু নজিবুল বশর মাইজভান্ডারীকে না।’
দুদক কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘৩৯ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ নিয়ে টাকা জমা দিয়ে দিলে কি আর টাকা আত্মসাৎ থাকে? ওই মামলায় ৬৫ কোটি টাকা যা জমা হয়েছে দুদক তা গোপন করেছে। দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চিনে নাই।’
দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে উল্টো দুদকের বিরুদ্ধে রিট করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমি দুদকের বিরুদ্ধে রিট করবো। দুদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবো কারণ আমরা পরিষ্কার। আমি এবং আমার ছেলের জন্য মাইজভান্ডার দরবার শরীফ কলঙ্কিত হবে তার চেয়ে মরে যাওয়াই ভালো।’ তিনি বলেন, ‘দুদক মাইজভান্ডার ও তরিকত বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আমার সিট আমি ঠিক করি। সরকারও জানে। কওমির সঙ্গে সরকারের গন্ডগোল, আমি সরকারকে সহযোগিতা করেছি। আগামী নির্বাচনেও আমি এখান থেকে এমপি নির্বাচিত হবো। আমি ভেসে আসি নাই। মাইজভান্ডারের দিকে যারাই অসৎ উদ্দেশ্যে হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে।’
সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ছেলে ও দুদকের করা অর্থ আত্মসাৎ মামলার অভিযুক্ত সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।
প্রসঙ্গত, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও তার ভাই সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কমিশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।