আমি গর্বিত আপনাকে কাঁধে তুলতে পেরেছি : তামিম

20

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জয়ের হাফসেঞ্চুরি পূরণ করেই অধিনায়কত্ব ছেড়েছেন। গত মার্চে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তার অধিনায়কত্বের শেষ দিনের কথা। জিম্বাবুয়ের শেষ উইকেটের পতন হতেই সতীর্থরা ছুটে চলে যান মাশরাফির কাছে। তামিম ইকবাল যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। বেশ কিছুক্ষণ মাশরাফিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকেছেন। খানিক পর মাশরাফির আশ্রয় হলো তামিম ইকবালের কাঁধে। দেশের সেরা অধিনায়ককে কাঁধে করে বিদায় দেওয়ার এই মুহূর্তটাকে গর্বের বলেই মনে করেন তামিম।
সোমবার রাতে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ফেসবুক লাইভে আড্ডায় বসেছিলেন তামিম ইকবাল। সেখানেই মাশরাফিকে কাঁধে তোলার প্রসঙ্গটি টেনে আনেন বর্তমান ওয়ানডে অধিনায়ক, ‘এটা আমার জীবনের সবসময়ের জন্য একটা স্মরণীয় স্মৃতি। আমি সত্যি গর্বিত যে, আমি আপনাকে কাঁধে তুলতে পেরেছি।’ তবে সেদিন মাশরাফিকে কাঁধে তোলার পরিকল্পনাটি তামিম আগেই ভেবে রেখেছিলেন। সেই রহস্য ফাঁস হয়েছে এই আড্ডাতেই। যদিও মাশরাফিকে কাঁধে তুলে উঠে দাঁড়াতে গিয়ে বিপদে পড়তে হয়েছিল তাকে। সেটাও হাসতে হাসাতে জানালেন দেশসেরা এই ওপেনার, ‘যখন আমি আপনাকে কাঁধে নিলাম, শুরুতে আমি ১০-১৫ সেকেন্ড দাঁড়াতে পারছিলাম না। আমি ওই জায়গায় বসে ছিলাম। আমার মধ্যে কাজ করছিল, আমি তো লজ্জা পেয়ে যাবো। সব ক্যামেরা সামনে আমার। আল্লাহর রহমত কীভাবে যেন জানি দাঁড়িয়ে গিয়েছিলাম।’ তামিমের এমন কথায় মাশরাফি ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ধন্যবাদ তামিম। আমিতো তোকে বার বার বলছিলাম নামিয়ে দে, নয়তো ইনজুরিতে পড়ে যাবি।’