আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় শোক দিবসের সভা

15

ইউএই প্রতিনিধি

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আজমানের নিউ স্পাইসি রেস্তোরাঁয় ২৬ আগস্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা একথা বলেন। সংগঠনের উপদেষ্টা সিআইপি ইব্রাহিম ওসমান আফলাতুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি সারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউএই আওয়ামী যুবলীগের সভাপতি শামসুল হক মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষিকা লুৎফুন নাহার, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি জসিম উদ্দিন মল্লিক, আজমান বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন, উম্ম আল খৈয়াম বাংলাদেশ
সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোহাম্মদ সবুজ হাসান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই এর মহিলা সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিশু, সারজা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ নুরে আলম, ফারদিন হাসান রাজু, আবু সায়েদ, সাবেক ছাত্রনেতা মাসুম বিল্লা রনি, কবি উবায়দুল হক, সাজেদা আকতার, শেখ রায়হান প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল সদস্যদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।