আমিরাতে জাফরুল ইসলাম চৌধুরী স্মরণে শোকসভা

12

ইউএই প্রতিনিধি

প্রবাসে প্রতিহিংসার রাজনীতি না করে দেশ ও প্রবাসের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হয়ে সুস্থ ধারার রাজনীতি করার আহŸান জানিয়ে বক্তারা বলেছেন, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মরহুম জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন ভালো মনের মানুষ এবং সুস্থ ধারার রাজনীতিবিদ। তাই তাঁর স্মরণে তাঁর এলাকায় তাঁর নামে একটি স্মৃতি সংসদ করা হবে। গত ১১ নভেম্বর আমিরাতের শিল্পনগরী মোছাফফা-১০ ছানাইয়া ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সস্পাদক আবুল কালাম শহীদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব। প্রধান বক্তা ছিলেন মোছাফফা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুছা আল মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন বানিয়াচ বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মোসাপ্পা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরশেদ, প্রবাসী নাগরিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো. হাসেম, বানিয়াচ যুবদল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার, বানিয়াচ যুবদল সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির, বানিয়াচ যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নাছির, বানিয়াচ যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছিম, বানিয়াচ যুবদল প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল, বানিয়াচ যুবদলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজ, মোহাম্মদ গফুর, মোহাম্মদ মুচা, মোহাম্মদ মন্নান, হাবিবুর রহমান হাবীব, আমিনুল ইসলাম আমিন, শহীদ আলম, মোহাম্মদ দেলোয়ার, মোহাস্মদ জলীল প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।