আমিত্ব ভালো নয়

15

 

আমিত্ব (অহং) খুবই একটি খারাপ জিনিস, যা পতন ত্বরান্বিত করে। জীবনে একসাথে চলার পথে আমাদের কারো না সাথে কিছু না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। কিন্তু দিনশেষে আমরা যদি হাসিমুখে এক হয়ে যেতে পারি এটাই মানব জীবনের স্বার্থকতা। হাতের সব আঙুল যেমন সমান নয়, তেমনি আমাদের একেকজনের মন মানসিকতাও একরকম নয়। তাই সবার মন বা অন্তরের সুন্দর মতামতকে গুরুত্ব দিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মহান সৃষ্টিকর্তা মানব জাতিকে ক্ষমতা, অর্থ, মান-সম্মান সবকিছু দিয়ে পরীক্ষা করে থাকেন। আজকের বিত্তবান আগামী দিনের ভিক্ষুক বা আজকের ফকির ভবিষ্যতের বাদশা। সুতরাং ক্ষমতা, যশ, অর্থ ও খ্যাতি লাভ করে যিনি যত বড় হন, উনাকে সর্বোচ্চ বিনয়ী ও সংযত হওয়া উত্তম। যিনি যত বড় হোন, তাঁকে তত বেশী ছোট হয়ে যেতে হয়। সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আসুন একসাথে সুন্দর দেশ ও পৃথিবী গড়ি।