‘আমার দেখা সন্দ্বীপ কলোনীর ৫০ বছর’ বইয়ের মোড়ক উন্মোচন

86

হাটহাজারীতে আমার দেখা সন্দ্বীপ কলোনীর ৫০ বছর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান প্রজন্মকে কেউ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে। তাই নতুন প্রজন্মকে যাতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে না পারে সেজন্য চিন্তাশীল বয়োজ্যেষ্ঠরা নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস সম্পর্কে ধারণা দিতে কিছু দলিল সৃষ্টি করে যাওয়া একান্ত দরকার। বিবেকের তাগিদে সন্দ্বীপ কলোনির বয়োজ্যেষ্ঠ ব্যাক্তিত্ব মোহাম্মদ নুরুল আলম আমার দেখা সন্দ্বীপ কলোনীর ৫০ বছর বইটি লিখে নতুন প্রজন্মের কাছে ইতিহাসের একটি সাক্ষী রেখে গেলেন। গত বৃহস্পতিবার রাতে সন্দ্বীপ পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে বইটির মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উল্লেখিত অভিমত ব্যক্ত করেন।
এ সময় বক্তারা আরও বলেন, বয়স হলেই প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বয়স্ক লোকজন জীবনে অনেক কিছুই দেখেছেন। এ ব্যাপারে হয়তো বর্তমান প্রজন্মের ধারণা থাকবে না। তাই নতুন প্রজন্মকে এই কলোনির ইতিহাস ঐতিহ্যের ধারণা দিতে বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সন্দ্বীপ পাড়া সমাজ উন্নয়ন ও বিচার কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কামাল উদ্দিন মাস্টার।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ১নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাফর আলম চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন আমার দেখা সন্ধীপ কলোনীর ৫০ বছর বইটির লেখক আলহাজ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী, এনজি মজুমদার, বিমল কুমার কুন্ড, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোফারতার হোসেন, আলহাজ মোহাম্মদ তাফসিরুল আলম, আলহাজ্ব মোহাম্মদ মুছা মিয়া, আলহাজ আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সিরাজুল মাওলা, শওকতুল ইসলাম ও মোহাম্মদ নুরুল আলম প্রমুখ। নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মোরশেদুল আলম। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন সমাজকর্মী মোহাম্মদ শাহজাহান ও ফজলুল হক।