আমার ছেলে অভিনেতা নয়, লেখক হবে: শাহরুখ খান

53

স¤প্রতি নেটফ্লিক্সের ‘মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন’ নামের টক শোতে অতিথি হিসেবে হাজির হন শাহরুখ খান। অনুষ্ঠান সঞ্চালনায় ডেভিট লেটারম্যান।
ওই শোতে শৈশব, গৌরির সঙ্গে প্রেম-পরিণয়, অভিনয়সহ ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বলিউড বাদশা। অনুষ্ঠানে শাহরুখের ছেলে আরিয়ানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান লেটারম্যান। শাহরুখ বলেন, ‘আরিয়ানের মধ্যে ভালো অভিনেতা হওয়ার সম্ভাবনা খুবই কম। সে লেখালেখিতে মনোযোগী। ভালো একজন লেখক হওয়ার প্রতিভার তার রয়েছে। সে দিক বিবেচনায় বলতে পারি, আমার ছেলে অভিনেতা নয়, লেখক হবে।’
অবশ্য ছেলে আরিয়ানও যে অভিনয়ের ব্যাপারে খুব একটা আগ্রহী না- সেটাও জানালেন শাহরুখ। বললেন, ‘একদিন আরিয়ান আমাকে বললো, সে অভিনেতা হতে চাই না। কারণ জানতে চাইলে সে জানায়, অভিনয় করতে গেলেই সবাই বাবার প্রসঙ্গ টানবে। নিজের পরিচয়ে কিছু একটা করাই ভালো। সে অভিনয় করবে না। বিষয়টা আমার কাছে যুক্তিসঙ্গতই মনে হলো।’
বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন আরিয়ান। তবে অভিনয় নয়, স্ক্রিপ্ট রাইটার হওয়ার পাশাপাশি পরিচালনার প্রতি তার ঝোঁক রয়েছে। ছেলের সেই ইচ্ছাকে সমর্থন করেন শাহরুখও।
তবে মেয়ে সুহানা অভিনয়ে মনোনিবেশ করতে চান। এরই মধ্যে একটি শর্ট ফিল্মে অভিনয়ও করেছেন শাহরুখকন্যা।
এদিকে গত বছরের ডিসেম্বরে সবশেষ মুক্তি পায় শাহরুখের সিনেমা ‘জিরো’। সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এরপর খানিক হতাশা নিয়ে সিনেমা থেকে বিরতি নেন শাহরুখ। বিরতির অধিকাংশ সময়ই তিনি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। তবে অচিরেই নতুন সিনেমার ঘোষণা দেবেন বলে স¤প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিং খান।