আমাদের অভিভাবকরা কত যে বোকা ছিলেন!

10

 

স্কুলে টিচারের কাছে প্রাইভেট পড়তে দিয়ে বলে দিতেন মারেন বা আদর যাই করেন মানুষ করার দায়িত্ব হল আপনার/আপনাদের। আর এতে যদি শরীরের মাংস খসে পড়ে তাতে অভিভাবকদের কোন আপত্তি থাকবেনা, শুধু উনাদের জন্য চামড়া মুড়ানো কংকালটা থাকলে হবে। এতে স্যারেরা মারার সময় গর্ব করে বলতেন তোমাদের বাবা-মা টাকা দিচ্ছে মারার জন্য আর বলতেন এইগুলো দোয়া দিচ্ছি। আর চুল বড় করা ভাবতেই গা শিউরে উঠত। চুল ত কেটে দিতেন তার উপর মিনিমাম ১০ বার বেত্রাঘাত। মার খেয়ে প্রার্থনা করতাম যেন বাবাকে না বলে যাতে বাড়িতে আবার মায়ের মার খেতে না হয়।
বর্তমানে আমরা ভাবি যে যদি স্যারেরা ঐভাবে শাসন না করতেন তবে জীবনের গতি পথ হয়তো ভিন্ন হত। আমার সবচেয়ে প্রিয় শিক্ষক তিনি যিনি প্রাইমারিতে আমাকে বেশি মেরেছেন। আজকের দিনে হলে হয়তো আমার সেই স্যারকে জেলে যেতে হত। আমার সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাই, আর মহান রবের নিকট উনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমিন।