‘আমরা পাকিস্তানের চেয়ে ভালো দল’

36

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা ইংল্যান্ডে আরেকটি টুর্নামেন্ট খেলতে গিয়ে ছন্দ খুঁজে পাচ্ছে না। ১টি মাত্র ম্যাচ জিতেছে সরফরাজ বাহিনী। তাই নানা দিকে দলটিকে নিয়ে সমালোচনা চলছেই। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দর্শক-সমর্থকরা রীতিমতো ধূয়ে দিচ্ছেন দলটিকে। পাকিস্তানের এ দুঃসময়ে কাটা ঘায়ে নুনের ছিটাই দিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান। তার মতে, পাকিস্তান নাকি এখন আফগানিস্তানের চেয়েও বাজে দল। আসাদুল্লাহ বলেন, ‘আমরা এখন পাকিস্তানের চেয়ে অনেক ভালো দল, তাদের উচিত আমাদের থেকে কোচিং এবং সাপোর্ট স্টাফসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়া।’ আফগানিস্তানের ক্রিকেট বোর্ড কর্মকর্তার এমন কথা নিশ্চয়ই পাকিস্তান সমর্থকদের ক্ষেপিয়ে তুলবে। কারণ পাকিস্তানের সমর্থকরা তো একটি কথা প্রায়ই বলে থাকেন, ‘আফগানরা ক্রিকেট শিখেছে আমাদের কাছে’।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটের প্রসারে পাকিস্তানের অবদানের কারণেই তারা এমনটা বলে থাকেন; কিন্তু সেই আফগানিস্তানের কর্মকর্তারই যখন এমন কথা বলেন তখন সেটি নিয়ে সোস্যাল মিডিয়ায় দুই দেশের সমর্থকদের ‘যুদ্ধ’ শুরু হয়ে যেতেই পারে।