আমরা কী তাহলে চলচ্চিত্র নির্মাণ করব না : জয়া

4

বিনোদন ডেস্ক

যে ‘হাওয়া’ দর্শকের হৃদয় জয় করে ছড়িয়ে পড়েছে গোটা দেশে, সেটাকে রুখে দিতে চাইছে কিছু মানুষ। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির প্রদর্শনী বন্ধের জন্য লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। আবার বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভঙ্গের অভিযোগ এনে নির্মাতার বিরুদ্ধে মামলাও ঠুকেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এমন ঘটনায় স্তম্ভিত সিনেমা পাড়া। এবার এসেছেন প্রকাশ্যে, একতাবদ্ধ হয়ে। গত ২৫ আগস্ট ঢাকা রিপোর্টারস ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন শিল্পী ও নির্মাতারা। সেখানে দেশের বরেণ্য নির্মাতা-অভিনেতা থেকে শুরু করে এ সময়ের গুণী শিল্পীরাও অংশ নিয়েছেন।
হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসানও। জয়া বলেন, ‘কোনো শিল্পকলা আসলেই কি শর্ত মেনে চলতে পারে? কোনো চলচ্চিত্র কি শর্তসাপেক্ষে তৈরি হতে পারে? তাহলে চলচ্চিত্র কেন? ক্ষোভ প্রকাশ করে জয়া আহসান আরও বলেন, ‘বন উজাড় হচ্ছে, দিনের পর দিন পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। এসব ঘটনায় বনবিভাগ বা প্রশাসন কোথায়? চলচ্চিত্রের বেলায় প্রশাসনের সবসময় যে চাপ, সেটা বন্ধ করতে হবে। সব চরিত্র যদি নিয়ম মেপে চলতে থাকে তাহলে তো কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা কী তাহলে চলচ্চিত্র নির্মাণ করব না? আমরা কী তাহলে গল্প বলব না?’