আভ্যন্তরীণ আইন-শৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ক সভা

10

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আভ্যন্তরীণ আইন-শৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ে এক মতবিনিময় সভা ২১ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় চবি প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভায় চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ ও ওয়ার্ডেন, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিচালক ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা, সমন্বয় কর্মকর্তা বিএনসিসি, পরিচালক আইসিটি সেল, প্রশাসক প্রেস,পরিবহন, এস্টেট শাখা, হিসাব নিয়ামক, প্রধান প্রকৌশলী, চীফ মেডিকেল অফিসার, পরিচালক শারীরিক শিক্ষা বিভাগ, নিরাপত্তা কর্মকর্তা, ডেপুটি রেজিস্ট্রার (তথ্য), হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), র‌্যাব-৭, সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস হাটহাজারী এবং চবির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন আসন্ন ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি চবির আসন্ন ভর্তি পরীক্ষা সম্পর্কে আলোকপাত করে বলেন, এ ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। সকলের সম্মিলিত প্রয়াসে এ কর্মযজ্ঞ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপাচার্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার আহবান জানান। সভায় উপস্থিত সকলেই আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে তাঁদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন এবং তাঁদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।