আবু তাহের ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ

70

আবু তাহের মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সমাজসেবক, শিক্ষানুরাগী মরহুম আবু তাহের মেম্বারের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক স্মরণ আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ২৫ নভেম্বর রাত ৮টায় তনজিমুল মুসলিম এতিমখানায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ আমান উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মো: জসিম উদ্দিন চৌধুরী, সংগঠক এম নুরুল হুদা চৌধুরী, মো: আসিফ ইকবাল, হানিফ চৌধুরী, ইলিয়াছ রিপন, মো: মাহি উদ্দিন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ফজলুল কাদের। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের জন্য যারা নিঃস্বার্থ ভাবে কাজ করেন তারা মৃত্যুর পরেও স্মরণীয় হয়ে থাকেন। মরহুম আবু তাহের মেম্বার ঠিক তেমনি গ্রামের মানুষের জন্য আজীবন নিজ অবস্থান থেকে কাজ করে গেছেন বিধায় মৃত্যুর ২৩ বছর পরে আজও তিনি মানুষের হৃদয়ে চির সম্মানীয় হয়ে আছেন। একজন সুশিক্ষিত মানুষ হিসেবে মরহুম আবু তাহের মেম্বার গ্রামীণ জনগোষ্ঠির জন্য যেভাবে সময়, শ্রম এবং অর্থনৈতিক সহযোগিতা করেছেন তা আমাদের জন্য অনুকরণযোগ্য। তিনি বলেন মরহুম আবু তাহের মেম্বাররা সমাজের আলোকবর্তি মানুষ হিসেবে আমাদেরকে যে প্রেরণা দিয়ে গেছেন সে ধারাবাহিকতা ধরে রাখার জন্য আগামী দিনেও আলোকিত মানুষ সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে। তিনি বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরকে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হওয়ার আহব্বান। জানান। সভা শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি