আবুল হোসেন স্মৃতি সংসদ ও রেডক্রিসেন্ট সোসাইটির খাবার বিতরণ

41

গত ৮ নভেম্বর রাতে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন মরহুম আবুল হোসেন চৌধুরী স্মৃতি সংসদের সহযোগিতা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে নগরীর দেওয়ানবাজার মদিনা মসজিদ এতিমখানার শিক্ষার্থী ও এলাকার দুঃস্থ অসহায় গরিবদের মাঝে ফুড পেকেট বিতরণ করা হয়। ফুড পেকেটে চাল, ডাল, চিনি, লবণ, সুজি, তেল, সাবান, তুথপেস্টসহ সেনিটাইজার এবং মাস্ক ছিল। এ উপলক্ষে মদিনা মসজিদ এতিমখনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সিটি ইউনিটের কর্মকর্তা আব্দূল জব্বার মরহুম আবুল হোসেন চৌধূরী স্মৃতি সংসদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল , মদিনা মসজিদ কমপ্লেক্স এর মতোয়াল্লী ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সদস্য জনি চৌধুরী, রাকিব, সিটি ইউএলও বখতিয়ার হোসেন। মদিনা মসজিদ কাদেয়ীয়া চিশতী তাহেরিয়া এতিমখানার তত্বাবধায়ক মাওলানা হাফেজ মাহমুদুল করিম, সদস্য পেয়ারুল মোস্তফা চৌধুরী। ফুড পেকেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান করোনাকালীন সময়ে রেডক্রিসেন্ট দেশব্যাপী স্বস্থ্যসেবা থেকে শুরু করে খাদ্য বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে।
এবার মরহুম আবুল হোসেন চৌধুরী স্মৃতি সংসদের সহযোগিতায় দেওয়ানবাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে মানবিক কার্যক্রমকে সম্প্রসারণ করা হয়েছে। বক্তারা আশা করেন, মানুষের কল্রাণে রেডক্রিসেন্ট ও মরহুম আবুল হোসেন চৌধুরী স্মৃতি সংসদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, মরহুম আবুল হোসেন চৌধুরী, বাঁশখালি কালিপুরস্হ ইজ্জতনগরের কৃতী সন্তান, তাঁর বাবা ছিলেন, মরহুম আব্দূল গণী চৌধুরী। বাশঁখালীর উন্নয়ন ও শিক্ষা বিস্তারে যাদের াবদান অবিস্মরণীয়। বিজ্ঞপ্তি