আবুল খায়ের ফাউন্ডেশনের টিউবওয়েল ও ওজুখানা নির্মাণ

47

রাঙ্গুনিয়া প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ’র পক্ষে রাঙ্গুনিয়ায় টিউবওয়েল ও আধুনিক ওজুখানা নির্মাণ করে চলেছে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন। ইতোমধ্যে রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকার বিভিন্ন মসজিদে ১৪টি ওজুখানা ও ১৮টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রতিটি ওজুখানার জন্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা এবং প্রতিটি নলকূপ ১২০ ফুট পর্যন্ত গভীরভাবে স্থাপন করা হয়েছে। ফাউন্ডেশনের রাঙ্গুনিয়া প্রতিনিধি মাওলানা নুরুল আজিম জানান, সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ফাউন্ডেশনের মাধ্যমে বসতঘর, নলকূপ, ওজুখানা স্থাপন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে উপজেলার পদুয়া, শিলক, সরফভাটা, ব্রহ্মোত্তর, নিশ্চিন্তাপুর, চন্দ্রঘোনা, পোমরা ও কোদালা এলাকার বিভিন্ন মসজিদে ১২টি ভিআইপি ওজুখানা স্থাপন করা হয়েছে। প্রতিটি ওজুখানায় একসাথে ১২ জন মুসল্লী ওজু করতে পারবেন। ওজুখানাগুলো নির্মাণে ছাউনি, টাইলস এবং দেয়ালসহ আধুনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। এছাড়া ১১০-১২০ ফুট পর্যন্ত গভীর ১৮টি নলকূপ স্থাপন করা হয়েছে রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। বর্তমানে আরও ৫০টি নলকূপ ও ১০টি ওজুখানা স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সোহাইল সালেহ এর সার্বিক ব্যবস্থাপনায় এসব কাজ চালানো হচ্ছে বলে তিনি জানান।