আবুল কালাম আজাদ গুণী শিক্ষক ও ভাষাসংগ্রামী

28

 

 

আবুল কালাম আজাদ একজন গুণী শিক্ষক, আদর্শ সমাজ সংস্কারক, নিবেদিত মানবাধিকার ব্যক্তিত্ব ও বীর ভাষা সৈনিক। জাতি গঠনে তাঁর অবদান ছিল স্মরণযোগ্য। পল্লী অঞ্চলের তেমনি বহু কৃতী ও গুণী মানুষ বিনা কদরে আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। তিনি চন্দনাইশ থানার উত্তর হাসিমপুর গ্রাামে ১৯২৫ ইংরেজি সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল আজিজ ছিলেন পার্বত্য চট্টগ্রামের আাদর্শ ব্যবসায়ী। তাঁর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি গ্রামের বাড়ির মক্তবে। কয়েক বছর পর বাবার সাথে রাঙ্গামাটি চলে যান। ওখানকার রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। নিজ প্রতিভা ও কৃতিত্বের গুণে তিনি শিক্ষকদের কাড়েন। রাঙ্গামাটির তৎকালীন ডিসি তাঁর আবুল কালাম’র সাথে আাজাদ জুড়িয়ে দেন। এরপর তিনি আবুল কালাম আজাদ নামে পরিচিত হন। ঐ বিদ্যালয় থেকে ১৯৪৪ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর মেডিকেল স্কুলে ভর্তি হন। এক বছর পর চিকিৎসা শাস্ত্রে আগ্রহ হারিয়ে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। ওখানেও বাজিমাত। সুন্দর সুঠামদেহী আবুল কালাম আজাদের ইংরেজি সাহিত্যে দখল ছিল। মাতৃভাষা বাংলা সাহিত্য ও উর্দুতে ছিলেন মেধাবী। সাহিত্য চর্চা, বিতর্ক প্রতিযোগিতা, ইংরেজিতে বক্তৃতা ইত্যাদিতে তাঁর যথেষ্ট প্রতিভা ছিল।
রাজনীতিতে আকৃষ্ট হয়ে ছাত্র রাজনীতিতে যোগ দেন। নিখিল বঙ্গ মুসলিম ছাত্র লীগের চট্টগ্রাম জেলার নেতা হন। ১৯৪৮ সালে তিনি ইন্টারমিডিয়েট পাস করেন। ঐ চট্টগ্রাম কলেজেই বিএতে ভর্তি হন। ১৯৪৯ সালে চট্টগ্রাম কলেজ ছাত্র সংসেেদর জিএস নির্বাচিত হন। ব্রিটিশ থেকে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান সৃষ্টি হলে তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ- চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি মনোনীত হন। পাকিস্তান সৃষ্টির মাত্র ১৮ দিনের মাথায় প্রিন্সিপাল আবুল কাসেমের নেতৃত্বে ঢাকায় তমদ্দুন মজলিস গঠন হলে এতে আবুল কালাম আজাদ যোগ দেন। চট্টগ্রামসহ সারাদেশে উপর্যুপরি কর্মসূচির তমদ্দুন মজলিশকে তাঁরা এগিয়ে নেন। এ সংগঠনের নেতৃত্ব দিয়ে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ভাষা আন্দোলন ত্বরান্বিত করেন তিনি।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ১৯৪৯ ইংরেজি ১২ ডিসেম্বর তারিখে চট্টগ্রাম কলেজ পরিদর্শনে আসেন। এ সময় তাঁর পরিকল্পনায় শিক্ষা, ব্যবসা, বাণিজ্য সম্পর্কিত বিবিধ প্রশ্নাবলী সম্বলিত ইস্তেহার (খোলা চিঠি) বিলি করা হয়। সার্কিটের হাউস যাওয়ার সময় এ ইস্তেহার মন্ত্রীর দৃষ্টিগোচর হলে কলেজ অধ্যক্ষকে ছাত্রনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।
আবুল কালাম আজাদ তমদ্দুন মজলিসের সকল কাজ ঢাকার সাথে সমন্বয় করে চট্টগ্রামে বাস্তবায়ন করতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আহুত হরতাল পালনের জন্য প্রচারপত্র ছাপিয়ে বিলি করেন। প্রিন্সিপাল আবুল কাসেম আহবানে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে তিনি ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় যান। তাঁর ছোটভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা মোহাম্মদ সোলায়মান (অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান)সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং-এ যোগ দেন। ২০ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে এক মাসের ১৪৪ ধারা জারি করা হয়। ৯৪ নবাবপুরে অনুষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় ১৪৪ ধারা না ভাঙ্গার এবং ৪৩/১, যোগীনগরে অনুষ্ঠিত ছাত্র সমাজের সভায় ১৪৪ ভাঙ্গার ব্যাপারে সিদ্ধান্ত হয়। তাঁরা দু’সভায় উপস্থিত ছিলেন। তবে ১৪৪ ধারা ভাঙ্গার ব্যাপারে মতামত দেন। ২১ ফেব্রæয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেতদের মধ্যে তাঁরা উপস্থিত ছিলেন এবং মিছিলে অংশ নেন। ১৪৪ ধারা ভেঙে যে মিছিল হয় তাতে পুলিশ লাটিচার্জ করে। তাঁরা আহত হন, মোহাম্মদ সোলায়মান একটু বেশি। গ্রামের বাড়িতে রটে যায়, তাঁরা দুই ভাই ঢাকায় নিহত হন। ২৫ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদ বাড়ি ফিরলে গণমানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে আসে। তার অনুসারিরা আরও বেশি উদ্দীপ্ত হন।
বরণ্য সংগ্রামি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হলে এতে সক্রিয় ভূমিকা পালন করেন আবুল কালাম আজাদ। চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদ’র সাবেক জিএস, তমদ্দুন মজলিশ সংগঠক, যুক্তফ্রন্ট নেতা ভাষাসৈনিক, স্কাউট লিডার, ক্রীড়া সংগঠক, সাবেক ছাত্রনেতা, ইংরেজির দক্ষ শিক্ষক হিসেবে আবুল কালাম আজাদের প্রশংসা ঢাকা, চট্টগ্রাম সবখানে ছড়িয়ে পড়ে। অনেক স্থানে তাঁকে সংবর্ধনাও দেয়া হয়। এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভক্তকূলের ভালোবাসায় সিক্ত হন।
এ কৃতী পুরুষের একমাত্র পুত্র মাস্টার শাহজাহান আজাদ জানান, পাঁচটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পালন করে এক প্রকার তাঁর বিরক্তি চলে আসে। এলাকাবাসী তাঁকে চন্দনাইশের গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দিতে বললে তিনি প্রধান শিক্ষক নয়, সহকারী শিক্ষক হিসেবে যোগ দেয়ার শর্ত জুড়ে দেন এবং সহকারী শিক্ষক হিসেবেই যোগ দেন। সর্বশেষ ঐ পদ ও বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন। ২০০০ ইংরেজি সালের ১১ এপ্রিল উত্তর হাসিমপুর গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন আবুল কালাম আজাদ।