আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

10

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাস নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করেছে। গত শুক্রবার দূতাবাস প্রাঙ্গণে সবার অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। অতঃপর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর দূতাবাসের অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বীর মুক্তিযোদ্ধাগণ, আবুধাবীস্থ জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান এবং আবুধাবীস্থ বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমিতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে দূতাবাস মিলনায়তনে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ও লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল আলিম মিয়ার পরিচালনায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস উপ-প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল আলিম মিয়া, কাউন্সিলর রিয়াজুল হক, দূতাবাস সচিব লুৎফর নাহার নাজিম। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, মুক্তিযাদ্ধাদের পক্ষে নজরুল ইসলাম, জনতা ব্যাংকের সিইও আমিনুল হক বিমানের রিজোনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হোসেন, যুবলীগের জাকির হোসেন জসিম, আল আইন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা শেখ ফরিদ সিআইপি, প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এস এম রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ রহুল আমিন, সাইফুন নাহার জলি প্রমুখ। বিজ্ঞপ্তি