আবুধাবি টি-টেন লিগ: টানা ৫ম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলা টাইগার্স

24

 

প্রথম ম্যাচে হার, ২য় ম্যাচে আরো শোচনীয় পরাজয়। ৩য় ম্যাচে জয়ের ধারায়। সেই শুরু, বাংলা টাইগার্সের জয় রথে আর কেউ এখনো পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজেদের ৬ষ্ঠ ম্যাচে উড়তে থাকা টিম আবু ধাবিকে হারিয়ে প্রতিশোধের পাশাপাশি নিজেদেরকে পয়েন্ট টেবিলের ২য় স্থানে তুলে আনে এয়াছিন চৌধুরীর টিম। পরদিন অর্থাৎ গতকাল নিজেদের ৭ম ম্যাচে চেন্নাই ব্রেভসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ৫ম জয়ের মাধ্যমে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাংলা টাইগার্স। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেট এ পিছিয়ে থেকে ২য় স্থানে আবু ধাবি। ৩য় ও ৪র্থ স্থানে ডেকান গ্লাটিয়েটর্স ও দিল্লি বুলস। গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নর্দার্ন ওয়ারিয়র্স ৪ পয়েন্ট পেলেও পয়েন্ট শূণ্য চেন্নাই।
গতকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেটিয়ামে বাংলা টাইগার্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে চেন্নাই ব্রেভসকে পরাজিত করে। এ ম্যাচে বিশ্রাম দেয়া হয় দলের দুই সেরা বোলার মোহাম্মদ আমির ও জেমস ফকনারকে। তাদের পরিবর্তে প্রথমবারের মত সুযোগ দেয়া হয় কাইস আহমেদ ও লুক ফ্লেচারকে। টসে জিতে ফিল্ডিং নিয়ে চেন্নাইকে মাত্র ৮৯ রানে বেঁধে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। আফগান স্থুলকায় শেহজাদ ১৭ বলে ৩২ ও মার্ক দেয়াল ২২ বলে ২৮ রান করেন । টাইগার্স বোলার কাইস ভাল করতে না পারলেও ফ্লেচার দলের পক্ষে সেরা (২/১৭) বোলিং নৈপুণ্য প্রদর্শন করে টিম ম্যানেজমেন্টকে মহাভাবনায় ফেলে দিয়েছেন। আফগান ড্যাশিং ওপেনার হযরতুল্লাহ্ জাজাই (১৬ বলে অপ: ৪৬) ও ক্যারিবীয় ক্রিকেটার জনসন চার্লসের (১৫ বলে অপ: ৩০) দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের টার্গেটকে মাত্র ১ উইকেট হারিয়ে ২৫ বল হাতে রেখেই টপকে গিয়ে বাংলা টাইগার্স আরেকটি সহজ জয়ের মাধ্যমে নিজেদেরকে এবারের আসরের টপ ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলা টাইগার্স। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জাজাই, এনিয়ে ২য় বার তিনি ম্যান অব দ্য ম্যাচ। এখন পর্যন্ত টুর্নামেন্টেরও সর্বোচ্চ রান সংগ্রাহক এই আফগান। আজ নিজেদের ৮ম ম্যাচে টাইগার্সেও প্রতিপক্ষ দিল্লি বুল্স।