আবুধাবি টি-টেনলিগ আবুধাবিকে প্রথম পরাজয়ের স্বাদ দিয়ে ২য় স্থানে বাংলা টাইগার্স

21

 

আবু ধাবিটি-টেন লিগে বাংলা টাইগার্সের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের ৬ষ্ঠ লিগ ম্যাচে তারা ১০ রানে টানা ৫ ম্যাচে অপরাজিত টিম আবুধাবিকে হারিয়ে টানা ৪র্থ জয় করায়ত্ব করে। আগের তিন ম্যাচ টস জিতে আগে ফিল্ডিং করে জিতলেও এবার টস হেওে আগে ব্যাটিং করেও জয় পেয়ে এবারের টুর্নামেন্টের টপ ফেভারিট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, এয়াছিন চৌধুরীর বাংলা টাইগার্স। টি-টেন ক্রিকেট অর্থাৎ মাত্র ৬০ বলের এ টুর্নামেন্টে টস একটা বড় ফ্যাক্টর। টানা তিন ম্যাচ টস এবং সাথে ম্যাচও জেতার পর ৬ষ্ঠ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামতে হয় বাংলা টাইগারেেক। তবে শুরুতেই ধাক্কা খায় লাল-সবুজ পতাকার প্রতিনিধিরা। ইনিংসের প্রথম বলেই চার হাঁকিয়ে দুর্দান্ত শুরুর ইঙ্গিত দিয়ে ২য় বলেই ব্যাটের ঠিক জায়গায় না লাগাতে পেরে সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার জনসন চার্লস (৪)। ওয়ান ডাউনে ক্রিজে এসে রানের ফুলঝুড়ি ছোটান আগের ম্যাচের সেরা খেলোয়াড় হযরতউল্লাহ্ জাজাই। মাত্র ২০ বলে ৩টি ছক্কা ও সমান সংখ্যক চৌকার সাহায্যে ৪১ রান তুলে বাংলা টাইগার্সকে বড় স্কোর গড়ার ভিত তৈরি করে দেন। কিন্তু চার নাম্বারে করিম জানাত (৩ বলে ২ রান)কে কেননা মানো হল বোধগম্য হলো না। এরপর উইল জ্যাকস (১০ বলে ১৮), ইসুরু উদানা (৯ বলে ১৪), ফাফডু প্লেসিস (৮ বলে অপরাজিত ২২) ও হাওয়েল অপ: ১ করলে নিধারিত ১০ ওভারে বাংলা টাইগার্সের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩০। গত ম্যাচে অর্থাৎ আমিরের প্রথম ম্যাচে ২ ওভারে ৩৩ রান দিলেও গতকাল শুরুটা দারুণ করেন এই পাকন্যাটা পেসার। ১৩১ রানের টার্গেটে খেলতে নামা টিম আবু ধাবি প্রথমওভারে মাত্র ৮ রান তুলতে সমর্থ হয়।
পরের ওভারে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার ন্যাটা পেসার জেমস ফকনার স্টার্লিং ও ইনগ্রামকে প্যাভিলিয়নের পথ ধরিয়ে বড় ধাক্কা দেন। কিন্তু লিয়াম লিভিংস্টোন এসে মাত্র ৬ বলে ১৯ রান তুলে রান রেট কিছুটা এগিয়ে দেন। তবে ‘ইউনভার্সেল বস’ নামে খ্যাত ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল একাই লড়াই চালিয়ে যেতে থাকেন এবং শেষ ওভারে মাত্র ১৯ রানের লক্ষ্য মাত্রায় রাখেন। কিন্তু শেষ ওভারের প্রথম বলে উদানার আউট সাইড দ্য অফ স্টাম্প বলে ব্যাট চালিয়ে ব্রিগস ২য় স্লিপে ধরা খেলে এবং গেইল ক্রস করতে না পারলে ম্যাচের কাঁটা বাংলা টাইগার্সের দিকে ঝুলে যায়। পরবর্তীতে গেইল স্ট্রইকে এসে উদানার দুর্দান্ত ব্লক হোল ডেলিভারিতে বিগ হিট অব্যাহত রাখতে না পেরে কোনমতে একটি ছক্কা হাঁকিয়ে দলকে ৭ উইকেটে ১২০ রানে নিতে সক্ষম হন। টিম আবু ধাবি ১০ রানে হারলে ওমাত্র ২৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন ক্ষুদ্রতর ক্রিকেট ভার্সনের রাজা ক্রিস গেইল। বাংলা টাইগার্সের বোলারদের মধ্যে বেনিহাওয়েল ২ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। তবে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন জেমস ফকনার। এটি টিম আবু ধাবির প্রথম পরাজয়। ৬ ম্যাচে ৪র্থ এ জয়ের মাধ্যমে আবু ধাবির (১০ পয়েন্ট) পর পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে বাংলা টাইগার্স। সম সংখ্যক পয়েন্ট (৮) নিয়ে দিল্লি ৩য় স্থানে ও ডেকান গ্লাডিয়েটর্স ৪র্থ স্থানে রয়েছে। আজ নিজেদের ৭ম ম্যাচে বাংলাটাইগার্সেও প্রতিপক্ষ চেন্নাই ব্রেভস।