আবুধাবিতে জ্যোতি লোকনাথ সেবাশ্রমে ধর্মসম্মেলন

21

 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শ্রীশ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে সংবর্ধনা ও ধর্মসম্মেলন গত ১৫ মার্চ আবুধাবি বাংলাদেশ সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের চট্টগ্রাম থেকে আগত ফতেয়াবাদ চৌধুরী হাট ব্রহ্মানন্দ যোগাশ্রম ও নাগেশ্বর শিবালয়ের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজকে সংবর্ধনা প্রদান করা হয়। জ্যোতি লোকনাথ সেবাশ্রমের প্রধান উপদেষ্টা অনিল শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দোলন রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেবাশ্রমের উপদেষ্টা ব্যবসায়ী মৃণাল কান্তি ধর, উপদেষ্টা কানু লাল দাস, উপদেষ্টা অমল শীল, সিনিয়র সহ-সভাপতি দীপক দাস, সহ-সভাপতি পরিতোষ শীল, রাস আল খাইমা জ্যোতি লোকনাথ সেবাশ্রমের সদস্য সচিব মিন্টু শীল, সাংবাদিক সনজিত কুমার শীল, প্রকৌশলী সৌরভ বিশ্বাস। বক্তব্য রাখেন শ্রীমান রায়, রিটন সুশীল, সাজু শীল, রুবেল শীল, অজয় শীল, রাজিব শীল, নয়ন শীল, সঞ্জয় নন্দী, অপু শীল প্রমুখ। এছাড়াও সভায় জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ, জাগো হিন্দু পরিষদ নেতৃবৃন্দ, আবুধাবি সনাতনী গীতা সংঘ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দীপক দাসকে সভাপতি ও দোলন রায়কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট আবুধাবি জ্যোতি লোকনাথ সেবাশ্রমের কমিটি ঘোষণা করা হয়। শেষে শান্তি বাণী উচ্চারণ করেন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- গুরুপূজা, গীতাপাঠ, ভজন, মহানাম সংকীর্তন ও আলোচনা সভা।