আবাহনী-মোহামেডান হকি ম্যাচে মারামারি

4

মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের অলিখিত ফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী-মোহামেডান। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আবাহনী ২ গোলে এগিয়েও ছিল। পরে মোহামেডান পিছিয়ে থেকে তিন গোল দিয়ে লিড নেয়। তবে দু’দলের খেলোয়াড়রা মারামারিতে জড়ানোর পর মোহামেডান আম্পায়ারের সিদ্ধান্ত না মানায় শেষপর্যন্ত আর নির্ধারিত সময়ের খেলা হয়নি। এতে বিজয়ী ঘোষণা করা হয় আবাহনীকে।
তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আবাহনীর এক আক্রমণে মোহামেডানের খেলোয়াড় পেছন থেকে ধাক্কা দেন। এতে আবাহনীর খেলোয়াড়রা চড়াও হন। এমন ঘটনায় টেন্ট থেকে বেরিয়ে তেড়ে আসেন মোহামেডানের খেলোয়াড়রা।
এই ঘটনার পর আম্পায়াররা মোহামেডানের ২ জনকে লাল কার্ড, একজনকে হলুদ এবং আবাহনীর একজন লাল ও হলুদ কার্ড দেখান। এ সময় মোহামেডান অতিরিক্ত লাল কার্ড নিয়ে আপত্তি করে। এ নিয়ে খেলা বন্ধ থাকে আধঘণ্টা। আম্পায়াররা মোহামেডানকে খেলার জন্য ডাকলেও তাদের অবস্থানে অনড় থাকায় খেলেনি। ফলে আম্পায়াররা খেলা শেষের বাঁশি বাজান। মোহামেডান ৩-২ গোলে এগিয়ে থাকলেও, সিদ্ধান্ত না মানায় জয়লাভ করেছে আবাহনী।