আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে বঞ্চিত গ্রাহকদের সভা

13

 

আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে হাইকোর্টের রুল অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ চট্টগ্রাম ও চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক ঐক্যজোট এবং চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে ২৬ অক্টোবর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয় চত্বরে বিক্ষোভ সভা আয়োজন করা হয়। কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ চট্টগ্রাম এর সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেমএম অলিউল্লা হক এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন-চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক ঐক্যজোট এর চেয়ারম্যান আলমগীর নূর। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন, ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ চট্টগ্রাম এর সহ-সভাপতি শাহজাহান সুফি, সম্পাদকমÐলীর সদস্য আওরঙ্গজেব বাবুল। উপস্থিত ছিলেন এম.এ মান্নান খান, মো. মানিক হাওলাদার, এম. রোকশেদ খান, মো. সেলিম হোসেন চৌধুরী, নবী চৌধুরী, আওরঙ্গজেব বাবুল, আলমগীর শফিক, শাহিন বাবু, মো. বেলাল হোসেন, আবদুল মালেক শেখ, প্রশান্ত বড়ুয়া, আবদুল কাদের, মো. মহিউদ্দিন, মো. নাছির বিশ্বাস, মো. মহিউদ্দিন মনির, মো. সাইফুদ্দিন মুন্না, খোরশেদ আলম, আবদুস ছালাম, নেছারুল হক, মো. ইউছুপ প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহক সহ দেশব্যাপী দুই লক্ষ পনেরো হাজার আবাসিক গ্যাস গ্রাহকের মৌলিক অধিকার খর্ব করে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে। আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত আবাসিকে গ্যাস সংযোগ না দিয়ে টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না-রুলে তা জানতে চেয়েছেন। বিজ্ঞপ্তি