আবার এসেছে

36

আবার এসেছে পাতা ঝরা দিন গোমড়ামুখো দ্যুলোক,
টুপটাপ ঝরে কত অভিমান!
শুকনো পাতায় বেদনার গান-
মর্মরে বাজে, কেউ তো দেখে না খুলে অন্তর চোখ।

চলে গেছে দূরে হেমন্ত দিদি কাতর দিব্যলোক
মাঠ-ঘাট-নদী নিথর শীতল
বৃক্ষেরা কাঁদে ঝরে কাচ-জল
রঙহারা রোদে ঘাসের ডগায় টলমল করে শোক!

খেজুর বচনে শোক উবে যায়- ‘রস উৎসব হোক
চিতই ভাপার সফেদ কায়ায়
মিষ্টি গন্ধ জমুক মায়ায়
অন্তর্জালে তোলো অভিনব ঢেউ আনন্দলোক।’

আবার এসেছে সৃষ্টির ডাক ছন্দ শব্দালোক
ধোঁয়াশা জগৎ নীরবে চেঁচায়
শিশুপাতা জাগো, আলো মাখো গায়
পাংশু রুক্ষ ছবি-টবি যত সবুজে বিলীন হোক।