আবারও সংসদীয় কমিটির সভাপতি ফজলে করিম

40

রাউজান থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আবারো রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। ফজলে করিম এমপির ব্যক্তিগত সহকারী মো. নিছারুল বাশার নিপুন জানান, গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে বা অভিপ্রায়ে সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী এমপি বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতিদের নাম উপস্থাপন করেন। ওই কমিটির তালিকায় ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তাঁকে দেয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। গতকাল বৃহস্পতিবার ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সর্বসম্মতিক্রমে সংসদীয় কমিটির সভাপতিদের নামগুলো পাস হয়।
প্রসঙ্গত এবিএম ফজলে করিম চৌধুরী এর আগে একই কমিটির এবং তারও আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ইতোপূর্বে ফজলে করিম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পেয়েছেন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে আবারো দায়িত্ব পাওয়া সংসদীয় এলাকার নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতা-কর্মীরা একে-অপরকে শুভেচ্ছা জানিয়ে এই সংবাদ উদ্যাপন করেন।