আবারও ব্যর্থ জয় বৃষ্টিতে খেলা নেমে এলো ৩৪ ওভারে

9

দিনের বেশির ভাগ সময়ই থাকল বৃষ্টি। এর মধ্যে খেলা হলো কেবল ৩৪ ওভার। সেখানে আরও একবার ব্যর্থ হলেন মাহমুদুল হাসান জয়। এরপর দিনের বাকিটা সময় অবশ্য ভালোভাবেই কাটিয়েছেন সাইফ হাসান ও সাদমান ইসলাম।
ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরুর আগ থেকেই বৃষ্টির শুরু। টস হয় ৪ ঘণ্টা দেরিতে। লাঞ্চ বিরতির পর টস হেরে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম চারদিনের টেস্ট হয়েছে ড্র। ব্যাট করতে নেমে ‘এ’ দলের হয়ে আরও একবার ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। এই ওপেনার আউট হয়েছেন ১৭ রান করে। এরপর দিনের বাকিটা সময় অবশ্য ভালোভাবেই কাটিয়েছেন সাইফ-সাদমান। প্রথম দিনে গড়ানো ৩৪ ওভারে ১উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৯রান। সাদমান ২২ আর সাইফ অপরাজিত আছেন ২৩ রানে। ক্যারিবীয়দের হয়ে জয়ের উইকেটটি নিয়েছেন কলিন।