আবহাওয়া

0

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসাথে অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৩৫-৪৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ বৃদ্ধি পেতে পারে।
আজ সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে এবং এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু রাত ২টা ৫৭ মিনিটে, উচ্চতা ১.৩৯ মিটার, প্রথম ভাটা শুরু সকাল ৯টা ১৬ মিনিটে, উচ্চতা ৪.২২ মিটার। দ্বিতীয় জোয়ার শুরু বিকাল ৪টা ১৪ মিনিটে, উচ্চতা ১.১৫ মিটার। দ্বিতীয় ভাটা শুরু রাত ১০টা ৩০ মিনিটে, উচ্চতা ৩.৯৮ মিটার। চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবাণী নেই। চট্টগ্রাম নদী বন্দরের জন্য ১নং নৌ-সতর্কতা সংকেত রয়েছে। বিজ্ঞপ্তি