আবরার হত্যার প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের সমাবেশ

85

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহীদের নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রীজ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে মোহাম্মদ শহিদুল আলম শহিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল হাজতে আটকে রেখে দেশ বিরোধী একের পর এক চুক্তি করে নিশিরাতের সরকার ক্ষমতায় টিকে থাকতে চাই। তারই ধারাবাহিকতায় সরকারের মদদপুষ্ট ছাত্র সংগঠন ছাত্রলীগ একের পর এক হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা আবরার হত্যার সুষ্ঠু বিচার চাই। আবরার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিন ও সকল শিক্ষা ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করুন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, নুরুল কবির রানা, আফসারুল্লাহ, সাদ্দাম হোসেন, এম নুরুল আক্কাস, জালাল উদ্দিন, মোহাম্মদ শামীম, মোঃ ইব্রাহিম, মোঃ হোসেন, লোকমান উদ্দিন, মোঃ মুসা, হাসান, সাইফুদ্দিন দস্তগীর, আব্দুল জলিল, মোঃ মোরশেদ, নুর শাহেদ খাঁন রিপন, এনামুল হক, জসিম উদ্দিন, এনামুল হক, গাজী রিফাত, শাহরিয়ার রাকিব, আব্দুর রহমান, ইলিয়াস হায়দার, মিশু, মুবিন, রিফাত, পারভেজ, সাদ্দাম, শাহাদাত, সাকিব, শিহাব, শফিউল, রুকন, জাবের প্রমুখ। বিজ্ঞপ্তি