আফ্রিদির সেঞ্চুরি, জয়ী এসএস ও চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমি

17

একুশে ভাষা শহীদ অ্যাকাডেমি কাপ অনূর্ধ্ব ১২ ক্রিকেট টুর্নামেন্টের ২য় দিনের খেলায় ১ম ম্যাচে এস এস ক্রিকেট অ্যাকাডেমি ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমিকে ৮৮ রানে পরাজিত করে। এস এস ক্রিকেট অ্যাকাডেমি – ২৩৬/৫ (২০), রুবায়েত খান আফ্রিদি ১৫৩ (৫৭), ওয়ালিদ ৩২(২৯), তানজিম ০৪-৩৪-০২। ব্রাদার্স ১৪৯/৮ (২০), সামি ৪৮ (২৯), আল আমিন ৩-১৪-২। ম্যান অব দ্য ম্যাচ রুবায়েত খান আফ্রিদি। পুরস্কার প্রদান করেন সাবেক কৃতি ক্রিকেটার আবু হানিফ চম্পা। ২য় ম্যাচে চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমি ১ উইকেটে মিরশ্বরাই ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। মিরশ্বরাই ১০৫/১০ (১৭), মহসিন ২৮ (১৭), মিশকাতুল ফেরদৌস ইলহাম ৪-০-১৩-৪, চিটাগং ক্রিকেট অ্যাকাডেমি ১০৬/৯ (১৮), ম্যান অব দ্য ম্যাচ: মিশকাতুল ফেরদৌস ইলহাম, পুরস্কার প্রদান করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।
অনন্য: ম্যান অব দ্য ম্যাচ দু’জনই দুই ক্রিকেট কোচের সন্তান- আফ্রিদির পিতা ফিরোজ খান এবং ইলহামের পিতা চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ্ চৌধুরী। শুধু তাই নয়, উদিয়মান ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা কোচ ফিরোজ খান খেলতেন চট্টগ্রামের প্রথম ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান সাইফুল্লাহ্ চৌধুরীর চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমিতেই।